ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

পীরগঞ্জে পালিত হলো গণহত্যা দিবস

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও পীরগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এতে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, প্রাক্তন এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদন বাবুল, শহিদ পরিবারের সন্তান আজহারুর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল প্রমূখ।

এসময় সরকারি কর্মকতা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে গণহত্যায় নিহত শহিদদের স্মৃতিস্মম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং পৌর কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button