কুড়িগ্রামসংবাদ সারাদেশ

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে রমজান উপলক্ষে বাজার তদারকি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফ মহোদয়ের নির্দেশে ১১ মার্চ (শনিবার) কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। বাজার মনিটরিং এ অংশগ্রহণ করেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহ্‌রিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি, বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এধরনের তদারকি অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button