ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁওয়ের চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে ১১’জন ইউপি সদস্যদের লিখিত অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে ইউপি সদস্যদের ৪৬’ মাসের ভাতা আত্মসাৎ করার অভিযোগে অনাস্থা আনলেন ১১’জন ইউপি সদস্য। এই অসহায় ভাতা বঞ্চিত ইউপি সদস্যরা ৪৬’মাসের ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তারা ভাতার টাকা ও বিভিন্ন বরাদ্দের হিসাব চাইতে গেলে বিভিন্ন ভাবে তাদের লাঞ্ছনা ও গালাগালি করারও অভিযোগ উঠেছে চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে। ২০১৮ সাল দুই বছর সম্মানি ভাতা প্রদান না করায় এই ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে অনাস্তা আনায়ন করেন ১২’জন ইউপি সদস্য কিন্তু পার্শ্ববর্তী স্থানীয় দুই চেয়ারম্যানের বিভিন্ন প্রতিশ্রুতিতে সময়মত ভাতা প্রদান ও সুষ্ঠ ভাবে ইউনিয়ন পরিচালনা করবেন বলে চেয়ারম্যান জালাল উদ্দিনের লিখিত অঙ্গীকার দেয়ায় অনাস্থার আবেদনটি প্রত্যাহার করেন ইউপি সদস্যরা।

কিন্তু সেই চেয়ারম্যান ১’ মাসের ভাতা প্রদান করে আর কোন ভাতা দেননি ইউপি সদস্যদের। এদিকে ৫’বছর ক্ষমতা শেষের দিক ঘনিয়ে এলেও ভাতা না পেয়ে ইউপি সদস্যরা বেশ হতাশার ভেতর দিয়ে দিন যাই। বকেয়া ভাতা পরিশোধের দাবিতে গত ৪(এপ্রিল) রবিবার আবারো চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন ভাতা বঞ্চিত ১১জন ইউপি সদস্য।

এই অসহায় ভাতা বঞ্চিত ইউপি সদস্যরা যেন প্রশাসনের সহযোগিতায় তাদের বকেয়া ভাতা পায় এটাই ইউপি সদস্যের প্রানের দাবী। এ বিষয়ে চেয়ারম্যান জালাল উদ্দিন মুঠোফোনে জানান,ইউনিয়ন পরিষদ ফান্ডে টাকা নেই আমি কি করবো। ভক্স: ১-২-৩-৪-৫-৬// ইউপি সদস্য। ব্রাইট: ১-২ // স্থানীয় এলাকাবাসী। সিংক: ১// পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button