জাতীয়

১৭ ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সংবাদ চলমান ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে  ১৭ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার বিকেল ৪টা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৬টি বিভাগের ১৩টি জেলার ১৭টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড।

আওয়ামী লীগের নির্বাচত প্রার্থীরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা কাফ্রিখাল ইউনিয়নে মো. মাহামুদুল হাসান, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান খন্দকার।

রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে শাহ আল শফি আনসারী। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নে মো.আনোয়ার হোসেন।

খুলনা বিভাগে যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে মো. এরশাদ আলী সরদার। বরিশাল বিভাগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান এবং আহাম্মদপুর ইউনিয়নে মো. ফখরুল ইসলাম। ঝালকাঠি জেলার সদর উপজেলা কেওড়া ইউনিয়নে এ. কে. এম. জাকির হোসেন।

ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নে মো. রুহুল আমিন। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মো. মনিরুল হক মিঠু। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে মো. নিজাম উদ্দিন। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে নাসরিন সুলতানা।

চট্টগ্রাম সদর জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে মুজিবুল হক এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে নুর উল্লাহ। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) মো. ওবায়েদুর রহমান এবং গলিয়ারা (দক্ষিণ) মো. জামাল উদ্দিন। দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের মো. মহিউদ্দীন (মিঠু)।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button