জাতীয়

ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী

সংবাদ চলমান ডেস্ক চারদিনের সফরে সোমবার ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুই দেশের তথ্য খাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ সফরে যাচ্ছেন তিনি। হাছান মাহমুদ নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হাছান মাহমুদের এ সফরের সময় পুরো ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

এছাড়া দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দরাবাদের রামুজী ফিল্ম সিটি পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রীর এ সফরে বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দফতরের কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button