গোদাগাড়ীচাপাইনবাবগঞ্জমুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

ছাদ থেকে পড়ে চেয়ারম্যানের মৃত্যু

সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
মৃতের নাম শহিদুল ইসলাম,সে গোমস্থাপুর উপজেলার, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পরিবারের সদস্যরা শহিদুলকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুলের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহিদুলের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার সকল চেয়ারম্যান শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চেয়ারম্যান শহিদুলের এমন অসতর্কতা মুলক মৃত্যুর জন্য কাউকে দায়ি করা হয়নি। তার পরিবারের সদস্যরা সংবাদ চলমান কে জানান তিনি অসতর্কতা অবস্থায় পড়েই জ্ঞান হারান পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button