চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ সম্পর্ক সুদৃঢ় হবে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হত্যা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ সীমান্ত অতিক্রম রোধ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির সীমান্ত পিলার ১৭০ এর নিকট আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ সাক্ষাৎ হয়।

বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে ২০ সদস্যের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান। ভারতের বিএসএফ’র ১৮ সদস্যের নেতৃত্ব দেন ৭৮ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী বিজয় কুমার শিং।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে সীমান্ত হত্যা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ সীমান্ত অতিক্রম রোধ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে উদ্ভূত যে কোন সমস্যা ব্যাটালিয়ন/কোম্পানি/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উক্ত সৌজন্য সাক্ষাতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button