চারঘাটে ৮টি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারলেন এলাকাবাসী
চারঘাট প্রতিনিধিঃ
সারাদেশের মতো রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভয়ানক রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এরই মধ্যে রোববার (২৩ জুন) দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে একে একে দেখা মেলে রাসেল ভাইপার সাপের ৮টি বাচ্চার। দেখা মাত্র সাপের বাচ্চা গুলো পিটিয়ে মারেন গ্রামবাসী। এ ঘটনার পরে থেকে ঐ এলাকায় রাসেল ভাইপার সাপের আতঙ্ক ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। জানা গেছে ঐ গ্রামটি পদ্মা নদীর একেবারে তীরে অবস্থিত।
এদিকে ঐ গ্রামের পাশেই সারদা এলাকায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী। সেখানেও আজ কয়েকটি রাসেল ভাইপার সাপের বাচ্চা মারা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এ নিয়ে একাডেমীর দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, গ্রামের কুঠিপাড়া গ্রামের অচিনতলা এলাকায় একই জায়গায় প্রথমে দুই-তিনটি সাপের বাচ্চা দেখা যায়। এর পর এলাকাবাসী মারতে গিয়ে একে একে ৮টি বাচ্চা দেখতে পান। পরে সব গুলোকে পিটিয়ে মারা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, অচিনতলা এলাকায় ৮টি রাসেল ভাইপার সাপের বাচ্চা মেরেছেন এলাকাবাসী। আর পুলিশ একাডেমীর ভিতরেও বেশ কয়েকটি সাপের বাচ্চা মারা হয়েছে বলে শুনেছি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে বেশ সাপ আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদী পাড়ের মানুষদের মাঝে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় নদীর তীর ঘেঁষে আবাদী জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারাও কৃষকদের সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন বলেও জানান তিনি।



