মুরাদনগরে গাঁজা সহ গ্রেফতার ১
শামীমুল ইসলাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে ১০০ গ্রাম গাঁজার সাথে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার পৈয়াপাথর এলাকা থেকে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। এসময় গ্রামের স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মুরাদনগর থানার পৈয়াপাথর গ্রামের মৃত্যু মরম আলীর ছেলে ফারুক (২৯)।
এ বিষয়ে পুলিশ জানায়, তার নিজের ঘরের পাশে একটি ইলেকট্রনিক দোকানে বিক্রিত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মোঃ কামালের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ফারুক কে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হবে।





