ঈশরদীরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ
ঈশ্বরদীতে পুলিশের গোপন অভিযানে হেরোইনসহ আটক ১
সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে গোপন অভিযানে ৪ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকশী পুলিশ। আজ ৮ নভেম্বর সোমবার ঈশ্বরদীর পাকশী এলাকা থেকে তাকে আটক করে । আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে জালাল উদ্দিন (২৭)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আসাদুল ইসলাম ও এএসআই মোঃ রবিউল ইসলামসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।




