শুরু হল পশ্চিম বাংলার ফুরফুরা দরবার শরীফের পবিত্র ইসালে সাওয়াব
মনোয়ার ইমাম কলকাতা প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এ বছর অবিভক্ত বাংলার ৫২টি, জেলার পীর মুজ্জাদ্দেদে জামান প্রায়ত পীর সৈয়দ শাহ আল্লামা হজরত মাওলানা আবু বাক্কার সিদ্দিকী রহমাতুল্লাহি র স্বরণে এই ইসালে সাওয়াব তিন ধরে অনুষ্ঠিত হয়।
এই ইসালে সাওয়াব অনুষ্ঠানে দোয়া ও দাদা হুজুর পাক এর মাজার শরীফ জেয়ারত ও দোয়ায় শামিল হতে আসেন পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে লক্ষ্য লক্ষ্য মুরিদান। এই পশ্চিম বাংলার হুগলি জেলার একটি পবিত্র দাদা হুজুরের মাজার পাকে মিলিত ও মহফিলে র দোয়ায় শামিল হতে আসেন পৃথিবীর বিভিন্ন দেশে র মানুষ।
তিন ধরে এই হুগলি জেলার ফুরফুরা তে মিলাদ মহফিলে যোগ দেন লক্ষ লক্ষ ভক্তরা। এই বছর কোভিড বিধিনিষেধ মেনে শুরু হয়েছে ফুরফুরা তে ইসালে সাওয়াব।এই অনুষ্ঠানে উপস্থিত যেমন থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মন্ত্রী রা এবং ভারত ও বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্তরা। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হয় বিশ্বের শান্তি র জন্য দোয়া।
এই অনুষ্ঠান পরিচালনা করেন ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে পীর সৈয়দ শাহ হজরত মাওলানা ইসমাইল সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকী এবং পশ্চিম বাংলার বিধান সভার সদস্য পীর জাদা নওশাদ সিদ্দিকী এবং পীর জাদা হজরত মাওলানা সৈয়দ আব্বাস সিদ্দিকী এবং ফুরফুরা দরবার ও সীতাপুর দরবার শরীফের পক্ষে পীর জাদা হজরত মাওলানা সৈয়দ আল্লামা শামিম সিদ্দিকী ও পীর জাদা হজরত মাওলানা তামিম সিদ্দিকী।


