আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ১১ জনের মৃত্যু

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে মারা গেছে অন্তত ১১ জন। উদ্ধারকারীরা নিখোঁজদের খুঁজে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ইউনান প্রদেশের ঝাওটং শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে এবং ৪৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং যত দ্রুত সম্ভব নিখোঁজদের উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, একটি খাড়া পাহাড় ধসে পড়ায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছেন, ধসে পড়া অংশ প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) প্রস্থ, ৬০ মিটার উঁচু । পাঁচশ জনেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার উদ্ধার কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। অধিকাংশ বাসিন্দাই হয় বৃদ্ধ বা শিশু। যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন তারা ঘুমিয়ে ছিলেন। খুব জোরে একটি ঝাঁকুনি দিয়েছিল এবং বড় ভূমিকম্পের মত অনুভূত হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধার কারীরা ধসে পড়া ভবন গুলোর মধ্যে কাজ করছেন। এ ছাড়া ভিডিও গুলোতে আরো দেখা যায়, উদ্ধার কারীরা তুষার আচ্ছাদিত উঁচু পাহাড়ে ধ্বংসস্তূপের মধ্যে হাঁটছে এবং জিনিস পত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিরা ১৮টি পরিবারের সদস্য।  

দক্ষিণ-পশ্চিম চীনের দুর্গম, পাহাড়ি অঞ্চল ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে একই অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল।

এদিকে আজ মঙ্গলবার স্থানীয় সময় প্রায় রাত ২টায় চীনের জিনজিয়াংয়ের উশিতে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছেন, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button