অর্থনীতিমুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

দাম কমলো পেট্রোল সহ অনান্য তেলের

সংবাদ চলমান ডেক্সঃ
এবার মে মাসের জন্য জ্বালানি তেলের দাম কমেছে ১ টাকা। আগামীকাল (১ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে।আজ বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুত্র।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে। তবে এই মুল্য কমানোর নির্দেশ কতদিন থাকবে সেটি নিয়ে মন্তব্য করছে অনেকেই।

ক্রেতাদের দাবি প্রতিবছরেই এমন অল্প সল্প কমানোর ঘোষনা আসে।তবে কিছুদিন পরে তার চেয়েও দ্বিগুন মুল্য বেড়ে যায় হটাৎ করে। এমন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন অনেকেই।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে জানানো হয়, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button