রাজশাহী সংবাদ

রাজশাহীতে ২৫৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ২৫৪ বোতল ফেন্সিডিসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেল পুলিশ। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ মাদক ব্যবসায়ী।  শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে অবস্থনরত পদ্মা এক্সপ্রেসে ট্রেনে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে আব্দুর রহমান(১৯), মৃত শিরিনের ছেলে মিনহাজ এবং মুন্সিগঞ্জের বিক্রমপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী দোলন আক্তার (২২)।

বিয়য়টি নিশ্চিত করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান, শুক্রবার  রাত ১১ টা ২০ মিনিট সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ৪নং প্লাট ফরমে দাঁড়ীয়ে থাকা পদ্মা এক্সপ্রেসে ট্রেনে তল্লাশী চালানো হয়। এ সময় দোলন আক্তার কে পদ্মা ট্রেনের ছ কোচের ৪১- ৪২ নং সিট থেকে ৭০ বোতল ফেন্সিডিল সহ এবং এএসআই আলাল সঙ্গীয় ফোর্সনিয়ে, আব্দুর রহমান ও মিনহাজকে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ ৪ নং প্লাট ফরম থেকে আটক করা করে।

তারা ফেন্সিডিল গুলি ট্রেন যোগে ঢাকা নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button