সংবাদ সারাদেশসারাদেশ

পদ্মা সেতুতে চলতে নিষিদ্ধ পায়ে হাঁটা ও মোটর সাইকেল চলাচল

সংবাদ চলমান ডেস্কঃ

গত শনিবার (২৫ জুন) উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু।আর এই সেতু উদ্বোধনের একদিন পরেই মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আজ (২৭ জুন) সোমবার ভোর ছয়টা থেকে পদ্মা সেতুতে চলতে দেওয়া হচ্ছে না কোনো মোটরসাইকেল। এমনকি কাউকে পায়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না সেতু।

শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাইওয়ে পুলিশ। মোটরসাইকেল না চলায় বদলে গেছে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার চিত্র। কোনো জ্যাম নেই সেখানে।

গতকাল রবিবার রাতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে এক নির্দেশনা দিয়েছে সেতু বিভাগ। জনসাধারণের জন্য খুলে দেয়ার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় সেতুতে দুইজন মারা যাওয়ার পরই এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী পরবর্তী কোনো সিদ্ধান্তের আগ পর্যন্ত সেতুতে কোনো মোটরসাইকেল চলতে দেয়া হবে না।

এদিকে আজ সোমবার ভোরে সেতু চালুর প্রথম দিনে দর্শনার্থী ও যাত্রীদের মধ্যে দেখা গেছে নিয়ম ভাঙার হিড়িক। সেতু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও অনেককেই মাঝ সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা গেছে।এরই মধ্যে সোশ্যালমিডিয়ার জন্য ভিডিও বানাতেও দেখা গেছে অনেককেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button