রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পালন হলো ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম রুপোষ (রহ.) মাজার শরীফের মসজিদে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদে রাজশাহী সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা দরগা মসজিদে নামাজ আদায় করেন। দরগা মসজিদে ঈদের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে। এছাড়া সকাল ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরো পয়েন্টে প্রধান সড়কের ওপর জামাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী পুলিশের তত্ত্বাবধানে এই বছর রাজশাহীর এলাকায় ১৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণ মসজিদে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কুরবানি দেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে এবার ৩০ টি ওয়ার্ডে পশু জবেহর পয়েন্ট রয়েছে মোট ২১০টি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button