নওগাঁ

নলকূপের ঘরে মিলেছে নিহত ২ নারীর পরিচয়

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের পাশে একটি গভীর নলকূপের ঘর থেকে উদ্ধারকৃত দুই নারীর পরিচয় মিলেছে।

তারা হলেন- উপজেলার কোলা বাজার এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আকতার (৩০) ও অপরজন হলেন প্রতিবেশি নজরুলের স্ত্রী পরি বিবি(৩৫)।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। দুপুরে রক্তাক্ত লাশ উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। মরদেহ দুটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের সময় নিহতদের মাথা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই দুই নারীকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত সাথীর স্বামী কাদির কে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত সাথীর পরিবাবের লোকজন বলছেন, বুধবার বিকেলে পরি বিবির সাথে সাথী বদলগাছি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

এবিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আলী আসরাফ জানান, হত্যাকান্ডের ঘটনায় পুলিশের কয়েকটি টিম রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। এরইমধ্যে বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতের দ্রুত গ্রেপ্তার করা হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button