সাভারে পরিবহনে চাঁদাবাজি, আটক ২
সংবাদ চলমান ডেস্ক: সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আব্দুল মালেকের ছেলে জিএম মিন্টু ওরফে ওয়েলকাম মিন্টু ও গাজীরচটের নালিজার মোড় এলাকার মো. সাইফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকালে আটক দুইজনসহ চার জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ করেন শতাব্দী পরিবহনের পরিচালক মো. স্বপন।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, শতাব্দী পরিবহনের কয়েকটি বাস আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় চলাচল করে। কিছুদিন ধরে এ পরিবহনের কতৃপক্ষের কাছে মিন্টু, সাইফুলসহ তাদের বাহিনী ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা বাসের স্টাফদের মারধরসহ স্টিকার ছিঁড়ে ফেলেন। এমন অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মিন্টু এলাকায় একজন চিহ্নিত পরিবহন চাঁদাবাজ হিসেবে পরিচিত। তিনি ওয়েলকাম, লাব্বাইক, মৌমিতা, এম লাভলী ও ঠিকানাসহ প্রায় ১০টি পরিবহন থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। এজন্য তার রয়েছে ২৫-৩০ জনের একটি চাঁদাবাজ বাহিনী।