সংবাদ সারাদেশসারাদেশ

সাংবাদিকদের ওপর হামলা, জুয়াড়ি অমিত সাহার রিমান্ড

সংবাদ চলমান ডেস্ক :  টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলাকারী জুয়াড়ি অমিত সাহার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার অমিত সাহাকে টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে হামলার মূলহোতা জুয়াড়ি ফজল মন্ডল রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম। শুক্রবার দুপুরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার মধ্যরাতে ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত সপ্তাহে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাটের কাঁশবন এলাকায় জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা। এতে ছয় সাংবাদিক আহত হন।

পরে রাতেই ফজল মন্ডলকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button