কুমিল্লাসংবাদ সারাদেশ

কুমিল্লায় ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি

শামীম কুমিল্লা জেলা প্রতিনিধি: 

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যান মুলক কাজ করা। সামনে রমজান আসছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মানবিকতার কাজ হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অধিকতর সওয়াব অর্জনের এ সময়ে আসন্ন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই।কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি এসব কথা বলেন।

বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ব্যক্তিগত অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেঁয়াজ, ১কেজি খেজুর, ১কেজি মুড়ি, ১ কেজি ডাল সহ ১০ কেজির একটি করে প্যাকেট এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণের আগে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সদর ইউনিয়নে চেয়ারম্যান কাজী তুফরিজ এটন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলার যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার,মুরাদনগর নোমান আহমদ  ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদিকুর রহমান,সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, কাজী শারফিন শাহ, ইউপি সদস্য আল-আমিন বাদশা,হাজী ইসমাইল দানু,মোঃ বদিরুজ্জামান,আলহাজ্ব হাফেজ আবুল কালাম প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button