রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

ঘরে বসেই এবার বৈশাখের উৎসব

মাজহারুল ইসলাম চপল,রাজশাহীঃ

 “এসো হে বৈশাখ এসো এসো” চিরোচেনা এই ছন্দটি শুনলেই যেন বৈশাখের আনন্দটা সামনে ভেঁষে উঠে।  বৈশাখের আনন্দটা বাঙ্গালীর আদি যুগ থেকেই হয়ে আসছে। কিন্তু সেই আনন্দটা এবার যেন ম্লান হয়ে গেলো মরনধাসি করোনার কারনে।

রাত পার হলেই বাংলা নববর্ষ। তবে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী বাঙ্গালীর প্রাণের এ উৎসব বড় পরিসরে পালন এবার সম্ভব হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে থাকা মানুষের জন্য ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান ১৪ এপ্রিল সকাল সাড়ে আটটা থেকে সব টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button