সংবাদ সারাদেশসারাদেশ

ট্রাক খাদে: নিহত বেড়ে ২, মরলো আরও ১৯৫টি ছাগল

সংবাদ চলমান ডেস্ক:সাভারে ছাগলবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় চালকের আরেক সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৯৫টি ছাগল মারা গেছে। এ নিয়ে মরলো ২১০টি ছাগল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের ঝড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম হাসান (৩০)। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। অন্যজনের নাম জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমদে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়পুরহাট থেকে ছাগলবোঝাই করে একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের ঝড়পুল এলাকায় পৌঁছালে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে করে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাক চালকের সহকারী হাসান ও ১৫টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় চালক ও তার আরেক সহকারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে দিকে সহকারীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রথম দিকে ১৫টি ছাগল মারা গেলেও প্রচণ্ড ঠান্ডার মধ্যে পানিতে পড়ে যাওয়ায় পরে আরও ১৯৫টি ছাগলের মৃত্যু হয়।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button