সংবাদ সারাদেশসারাদেশ
ইয়াবা বেচাকেনার সময় যুবক আটক
সংবাদ চলমান ডেস্ক : ফরিদপুর সদরের কোমরপুরে ইয়াবা বেচাকেনার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব। এ সময় ১৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক মো. নাসির উদ্দিন ওই গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে।
বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মঈন হাসান জানান, ইয়াবা বেচাকেনার সময় হাতেনাতে নাসিরকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মেজর মঈন আরো জানান, আটক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।