ঠাকুরগাঁ

পীরগঞ্জে চোরকে উদ্ধার করতে পুলিশের রাবার বুলেট

লিমন সরকার, ঠাকুরগাঁঃ

উত্তরবঙ্গের কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাককে জনতার রোশানল থেকে উদ্ধার করতে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে।

১৬ এপ্রিল শনিবার রাত ১২ টার দিকে পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত রাতে তারাবী নামাজের সময় ঐ মসজিদ এলাকা থেকে একটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় কুখ্যাত মোটর সাইকেল চোর পার্শ্ববর্তী রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। জনতা তাকে মসজিদের ভিতরে আটকে রাখে এবং মেরে ফেলতে উদ্দত হয়।

এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনতা কোন কথা না শুনে পুলিশে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ সহ চোর রাজ্জাক মসজিদের ভিতরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে থাকে। পরে জনতাতে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ে পুলিশ এবং রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জনতার ইটপাটকেলে আহত হয় ৪ পুলিশ সদস্য। রাবার বুলেটের আঘাতে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় জনতা এবং রাজ্জাকের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button