জাতীয়

বিজয়ের মাস শুরু

ফরিদ আহমেদ আবির:
আজ ১ ডিসেম্বর। বিজয়ের মাস শুরু। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতি যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে স্বাধীনতা যুদ্ধ জয়ের মাস এটি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে কেনা বাঙালির স্বাধীনতা।

ডিসেম্বরের ‍শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে থাকে। অবশেষে ১৬ ডিসেম্বর মুক্তিকামী বাঙালির কাছে মাথা নত করে পাকবাহিনী। বিশ্ববুকে নতুন ইতিহাস রচনা করে স্থান করে নেয় বাংলাদেশ।

একাত্তরে বাঙালি স্বাধীনতার জন্য জীবন দিয়ে লড়লেও একদল মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে তাদের সহায়তা করেছে। এই স্বল্পসংখ্যক মানুষ নিয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গঠিত হয় রাজাকার ও আলবদর বাহিনী।

রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা ত্রাসের সঞ্চার করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীদের পথ দেখিয়ে নিয়ে গেছে রাজাকার-আলবদর বাহিনীর সদস্যরা। হত্যা করেছে দেশের সূর্যসন্তানদের।

পরাজয় নিশ্চিত জেনে, পাকবাহিনী এক জঘন্য পথ বেছে নেয়, হত্যা করে বুদ্ধিজীবীদের। শেষ পর্যন্ত পাক বাহিনীকে হারতেই হয়। বাঙালি জাতি পায় যুদ্ধজয়ের স্বাদ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button