সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা
সংবাদ চলমান ডেস্ক: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা ৫মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে পৌঁছেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্যরা।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বডুয়াসহ বিদেশি দূতাবাসের কর্মকর্তারও উপস্থিত আছেন।
সম্মেলনে অংশ নিতে সকাল থেকেই হাজারও কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মেলন ভেন্যুতে উপস্থিত হন। সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।