রাজশাহীস্লাইডার

থম থমে রাজশাহী থুবড়ে পড়ছে জন জীবন

 স্টাফ রিপোর্টারঃ উত্তর অঞ্চলের প্রধান শহর রাজশাহী এই প্রথম বারের মত ভিন্ন রুপে রুপ নিয়েছে যা দেখে বিচলিত এখন রাজশাহী বাসী। অনেকেই মনে করছেন এই থমকে থাকা রাজশাহী দুই এক দিনের মধ্যে আরো জনশুন্য হতে পারে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে দীর্ঘ অনুসন্ধানে। রাজশাহী মহানগরীর সরকারি অফিস গুলো খুড়িয়ে খুড়িয়ে চললেও বেসরকারি অফিস বিমা প্রতিষ্ঠান দোকান পাট প্রায় আধা শুন্য হয়ে পড়েছে, বিভিন্ন স্থানে শুধু চলছে আগামী দিন নিয়ে ভিন্ন পরিকল্পনা। অনেকেই মনে করছেন করোনা ভাইরাসের রুপ আরো ভয়ংকর হতে পারে। এই নিয়ে রামেক হাসপাতালের একজন চিকিৎসক সংবাদ চলমান কে বলেন আমাদের হাসপাতালে অনান্য চিকিৎসা নিতে আসা রোগীর সংখা ও কমেছে শুধু বিশেষ প্রয়োজন ছাড়া ছোট খাট চিকিৎসা নিতে তেমন কেউ আসছেন না। তিনি বলেন করোনায় এখন পর্যন্ত রাজশাহীতে কেউ আক্রান্ত না হলেও সন্দেহের বশত কারনে শহরের একটু পরিবর্তন হয়েছে। তবে স্বাস্হ বিভাগ বলছে জন চলাচল কম হলেও রাজশাহীর মানুষ এখন অনেক সচেতন বিভিন্ন অফিস ছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ও হাত পরিস্কার সহ নানা ব্যবস্থা করেছেন অনেকেই। তবে সরকারি অফিসের ব্যাপারে রয়েছে ভিন্ন অভিযোগ, খোজ নিয়ে জানাগেছে অনেক অফিসের কর্তারা ঠিক মত করছেন না অফিস। তারা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাচ্ছেন আতংকের এই দিন গুলি। জানাগেছে অনেকেই শরির খারাপ সহ করোনার প্রচারনা করেছি এমন অজু হাতে ফাকি দিচ্ছেন অফিস গুলো। রেলওয়ে পশ্চিম জোনের একজন অফিস সহকারি বলেন স্যার ভয়েই অফিস আসছেন না শুধু ফোনে কথা বলছেন, আমায় বলেছেন কেউ আমার খোজ করলে বলিও আমি ব্যস্ত আছি। ঠিক এমন ভাবেই সরকারি অপর দপ্তরের এক ব্যক্তির ক্ষেত্রেও একই ঘটনার সন্ধান মিলেছে তিনিও পরিবার অসুস্থতার অজুহাতে অফিস ঠিক মত আসছেন না, তাদের অফিস না আসার বিষয়ের কারন কি তা জানা সম্ভব হয়নি। উপর শহর এলাকার মহিলা কাউন্সিলর সোমবার দুপুরে অভিযোগ করে বলেন এখন আমাদের এলাকার অধিক অংশ বিলাশ বহুল বাড়ির মালিক গুলো তাদের কাজের মেয়েদের কে আর বাসায় ঢুকতে দিচ্ছেন না তারা বলছেন সামনের মাসে খবর নিও, তিনি বলেন আসলে এই দরিদ্র মানুষ গুলো এত দিন খাবে কি । তিনি বলেন করোনা ভাইরাসের কারনে সকল কস্ট গুলো ঘুরে ফিরে দরিদ্রদের কাধেই পড়ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button