চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার পৌনে আটটার দিকে গোমস্তাপুর থানার বিফুজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, নওগাঁর পোরশা থানার নারায়নপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে আমির চাঁন (২৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরের রিফুজি পাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় আমির চাঁদের কাছে ২ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ আমির চাঁনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।