রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

জুতা কিনতে গিয়ে ২৩ লাখ টাকা খোয়ালেন রাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী নগরের বাটার মোড় এলাকায় একটি জুতার দোকানে জুতা কিনতে গিয়ে ২৩ লাখ টাকা খোয়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।সেই জুতার দোকান থেকে তার টাকার ব্যাগ ছিনতাই হয়।গত (১০ মে) মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের বাটার মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও টাকা উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, ওই শিক্ষকের নাম মজিবর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এ ঘটনায় তিনি ওই দিনই নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের স্থায়ী আমানতের ২৩ লাখ টাকা তুলে ব্যাগে নিয়ে জুতার দোকানে ঢুকেছিলেন ওই শিক্ষক। পাশে ব্যাগ রেখে তিনি জুতা পছন্দ করছিলেন। এমন সময় এক ছিনতাইকারী ওই ব্যাগ নিয়ে দৌড় দেয়। জুতার দোকানি জুতা চোর ভেবে ধাওয়া দিয়েছিলেন। কিন্তু তাঁকে ধরতে পারেননি।

মজিবর রহমান বলেন, তিনি ও তাঁর স্ত্রী জুতা কেনার জন্য একটি দোকানে জুতা পছন্দ করছিলেন। জুতার দিকেই মনোযোগ দিয়েছিলেন তারা। ব্যাগ নিয়ে দৌড় দেওয়ার সময় দরজায় শব্দ হয়।

তখন পাশের দোকান থেকে একজন দোকানি চিৎকার দিয়ে বলেন, ‘চুরি করে পালাল।’ ওই দোকানি তাঁকে ধাওয়া দিয়েও ধরতে পারেনি। তিনি পরে খেয়াল করেন, তাঁর টাকার ব্যাগটি নেই। তখনই বুঝতে পারেন, যে লোকটি পালিয়েছে, সে তাঁর টাকার ব্যাগ নিয়ে গেছে।

এই বিষয়ে জানতে চাইলে, বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ওই শিক্ষক নগরের লক্ষ্মীপুর এলাকার জিপিও থেকে স্থায়ী আমানতের টাকা তোলেন। এ সময় সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তিনি টাকা নিয়ে একটি অটোরিকশায় নগরের বাটার মোড় এলাকায় আসেন। একটি জুতার দোকানে ব্যাগটি রেখে জুতা পছন্দ করছিলেন তিনি। এ সময় ছিনতাইকারী তাঁর পাশ থেকে ব্যাগটি নিয়ে দৌড় দেয়।

ওসি আরও বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে, টাকা তোলার সময় থেকেই তাঁদের অনুসরণ করছিলেন ওই ছিনতাইকারী। একই অটোরিকশায় তাঁদের সঙ্গে বাটার মোড়ে এসে নামেন তিনি। তাঁর মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।ফুটেজ দেখে একজনকে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button