খেলাধুলা

আইসিসির প্ল্যাটফর্মে বাংলাদেশী ডিজাইনার মাহদিয়াত!

সংবাদ চলমান ডেস্ক:

অত্যাধুনিক যুগে বিভিন্ন ক্ষেত্রেই ডিজাইনের গুরুত্ব অপরিসীম। আর এ কারণেই ডিজাইনারদের চাহিদা বেড়েছে বহুগুণ। ক্রিকেটারদের বিভিন্ন ওয়ালপেপার সহ ক্রিকেটীয় পেজগুলোতে মানসম্পন্ন ডিজাইনাররা নানাভাবে তাদের প্রতিভা তুলে ধরেছেন। তেমনই একজনকে নিয়ে এবার পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গর্বের বিষয়, মাহদিয়াত নামের সেই ডিজাইনার একজন বাংলাদেশী।

মঙ্গলবার বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে একটি আর্টওয়ার্ক প্রকাশ করে আইসিসি। ছবির ক্যাপশনে লেখা হয়, মাহদিয়াত নাজিবাহ-এর তৈরি ‘যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী’।

মাহদিয়াতের সম্পূর্ণ ডিজাইন ও আইসিসির পোস্ট

মাহদিয়াতের সম্পূর্ণ ডিজাইনে আইসিসির পোস্ট

এরপর এই ডিজাইনারের সম্পর্কে আইসিসি লিখেছে, ‘মাহদিয়াত একজন হাই স্কুলের শিক্ষার্থী যিনি তার ফোনে ডিজাইন তৈরি করেন। জাহানারা আলমকে নিয়ে করা তার এই শিল্পকর্মটি নারীত্ব এবং সমগ্র বাংলাদেশের রূপক।এই ছবির মতো করেই বাংলাদেশে আবারো নারী জাগরণ হবে বলে আশা প্রকাশ করেছেন মাহদিয়াত। তিনি বলেন, ‘জাহানারার মতো করে আমরাও আবারো জেগে উঠব, মারাত্মক ও সুন্দরভাবে।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button