ফিলিফাইনে টাইফুনের আঘাতে নিহত ১৬
ফিলিপাইনের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
দেশটির দুযোর্গ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ফিলিপাইন জুড়ে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বাতাসের সঙ্গে টাইফুন ফ্যানফোন’র আঘাতে ঘরের ছাদ উড়ে যায়, বৈদ্যুতিক পোস্টগুলি ভেঙে পড়ে। কিছু কিছু এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে বৃহস্পতিবার সকালেও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি। অনেক এলাকায় ফেরিসহ অন্যান্য পরিষেবা স্থগিত করা হয়েছে। তা এখনো পুরোপুরি সচল হয়নি।

দেশটির দুযোর্গ সংস্থার কর্মকর্তারা তৃতীয় ভিসায়াস এলাকায় অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও টাইফুন ফ্যানফোন বোরাসায়, করোনসহ বিভিন্ন পর্যটন এলাকায় আঘাত করে। ওই এলাকাগুলো তাদের সাদা বালুর সৈকতের জন্য বিখ্যাত এবং সেগুলো বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়