রাজশাহী সংবাদ

রোগীর অপারেশনে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে মাদারল্যান্ড হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অপারেশনের পর রোগীর কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে মাদারল্যান্ড হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অর্থ জরিমানা দিয়েছেন মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকা।

জানা যায়, ২ জানুয়ারি’২০’২০ বৃহস্পতিবার রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হসপিটালে জরায়ুর সমস্যা (ডিইউবি) নিয়ে হালিমা খাতুন(৫০) নামে এক রোগী ভর্তি হন এবং সেদিন রাতেই তার অপারেশন করেন ডাক্তার ফাতেমা সিদ্দিকা। রোগী রিলিজ নেয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে টাকা প্রদানের রশিদ দিতে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে রোগীর চাপের মুখে কর্তৃপক্ষ রশিদ দিলেও তাতে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের করায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে জনৈক কবির হোসেন’কে দিয়ে মোবাইল ফোনে ভুক্তভোগীকে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করে, অন্যথায় ১ লক্ষ টাকা খরচ করে হলেও তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন। এ দিকে গত ২০ জানুয়ারি সোমবার ভোক্তা অধিকার দপ্তরে উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে সহাকারি পরিচালক হাসান আল-মারুফ মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকা’কে পরবর্তী সতর্ক বার্তা-সহ নগদ তিন হাজার টাকা জরিমানা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button