রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ; এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম নগরীর দড়িখরবোনা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।
নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে আহত হন রোকেয়া বেগম।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এসআই মাহফুজুর রহমান।