রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সারোয়ার জাহান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টার সময় নগরীর শিরোইল বাস টার্মিনালস্থ দেশ ট্রাভেলস টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে এটিএসআই মোঃ নাসির উদ্দিন ও সংগীয় অফিসার ফোর্সসহ বাস টার্মিনাল পুলিশ বক্স।
আটককৃত মোঃ সারোয়ার জাহান চাঁপাই নবাবগঞ্জথানাধীন শাহজাহানপুর শেখালীপুর গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে।
টিএসআই মোঃ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস টার্মিনাল পুলিশ বক্স এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ সারোয়ার জাহাকে ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সারোয়ার জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।