কুড়িগ্রামসংবাদ সারাদেশ

উলিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান


রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ


কুড়িগ্রামে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটানারি হাসপাতাল উলিপুর কুড়িগ্রাম। বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ৪০টি স্টল বসেছে বিভিন্ন প্রজাতির প্রাণি মেলা । প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে উৎযাপিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতি  হিসাবে উপস্থিত ছিলেন, বিপুল কুমার উপজেলা নির্বাহি অফিসার উলিপুর। 

আজ  উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ মতিন মাননীয় সংসদ সদস্য-২৭ কুড়িগ্রাম -৩ আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু উপজেলা চেয়ারম্যান উলিপুর কুড়িগ্রাম। উপস্থিত  ছিলেন আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র উলিপুর পৌরসভা। আবু সাঈদ সরকার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর। মোছঃ রিপা সরদার  মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর। উপস্থিত ছিলেন(ওসি)  ইমতিয়াজ কবির থানা উলিপুর। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৪০ টি স্টল অংশগ্রহণ করেন।

এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ফ্রিজিয়ান জাতের গরু, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সেরা স্টলসমূহকে পুরষ্কৃত করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button