গোদাগাড়ীতে কলেজছাত্র শান্ত হত্যাকাণ্ডে নারীসহ গ্রেফতার দুই
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে কলেজ ছাত্র হাবিবুর রহমান শান্ত (১৮) হত্যাকান্ডে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত হল- কদমশহর এলাকার মৃত বোরহানুল ইসলামের ছেলে আজিবুর রহমান (৫০) ও আজিবুর রহমানের মেয়ে মান্জুরা বেগম(২৫)।
এর আগে হত্যার দিন আজিবুরের স্ত্রী মর্জিনাকে আটক করে জেল হাজতে পাঠানো হয় বলে জানায় মামলার তদন্ত কর্মকর্তা।
প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, কলেজছাত্র শান্ত হত্যাকান্ডে ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বাবা সাদিকুল ইসলাম। তাদের মধ্যে তিন জনকে আটক করা সম্ভব হয়েছে। বাকীদের ধরার জন্য চেষ্টা অব্যহত রয়েছে।
এরা হলেন, সাজেুল ইসলাম সাজু (১৮) ও মাজেদুল ইসলাম মাজু (২৫), আজিবুর রহমান, স্ত্রী মর্জিনা বেগমসহ (৫০) ও মান্জুরা বেগমকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এই মামলায় মর্জিনাকে আদালতে চালান দেওয়া হয়। নিহত শান্ত দামকুড়া কলেজের একাদশ শ্রেণি ছাত্র।
প্রসঙ্গত, ২১ নভেম্বর বিকেলে গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকার দামকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় বাজারে শান্তকে ছুরিকাঘাত করে মাজু । পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।