সংবাদ সারাদেশ

রোদ পোহাতে এসে লাল চাদর দেখিয়ে ট্রেন থামাল নারীরা

সংবাদ চলমান ডেস্কঃ

ময়মনসিংহের কেওয়াটখালীতে লাল চাদর দেখিয়ে রোদ পোহাতে থাকা নারীদের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে রেললাইনে ফাটল দেখে দ্রুত লাল চাদর দেখিয়ে সংকেত দেন তারা। এতে ফাটলের স্থানে আসার আগেই ট্রেন থামিয়ে দেন চালক।

কেওয়াটখালীর অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী হাতেম আলী জানান, কয়েকজন নারী তাকে রেললাইনে ফাটলের কথা জানান। এরপর তিনি বিষয়টি ময়মনসিংহ স্টেশনে বিষয়টি অবহিত করেন। ততক্ষণে ঢাকার পথে ময়মনসিংহ স্টেশন ছেড়ে গেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ওই সময় অন্য কোনো উপায় না দেখে নারীরা লাল চাদর উড়িয়ে ট্রেনচালকের দৃষ্টি আকর্ষণ করেন। সতর্ক সংকেত দেখে চালক ট্রেন থামিয়ে দেন।

তিনি আরো জানান, খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও অন্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফাটল দেখে তা মেরামতের সিদ্ধান্ত নেন। এক পাশের লাইনে দুটি লোহার পাতের জোড়ার মধ্যবর্তী স্থানের ফিসপ্লেটে মাঝারি রকমের ফাটল ছিল। সেই ত্রুটি সারিয়ে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে ফাটলের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্থানীয় হাজেরা বেগম ও বিলকিছ আক্তার জানান, তারা কয়েকজন সকালে রোদ পোহানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। ওই সময় ময়মনসিংহ-ঢাকা রেললাইনের একটি অংশে ফাটল দেখতে পান। পরে নিজেরাই উদ্যোগ নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে চলন্ত ট্রেনটিকে থামার সংকেত দেন। নয়তো ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী কবির হোসেন জানান, ফাটলের খবর পেয়ে দ্রুত অস্থায়ীভাবে ফিসপ্লেটের মাঝের ফাটল লোহার পাতটি বদলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে মেরামতকৃত রেললাইনের ওপর দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। সম্পূর্ণ লোহার পাতটি পরিবর্তন করার পর স্বাভাবিক গতিতে ট্রেন চলতে পারবে।

ময়মনসিংহ স্টেশনের সুপার জহুরুল ইসলাম জানান, ময়মনসিংহ-ঢাকা রেলপথে ফাটল থাকায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সময় তিস্তা এক্সপ্রেস, বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়ানো ছিল। পরে রেললাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button