রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

মরন ব্যধি করোনা এবার রাজশাহীতে

মাজহারুল ইসলাম চপল, রাজশাহীঃ
 

কভিড-১৯ যেন আতঙ্কের আরেক নাম। দেশের বিভিন্ন জেলায় সংক্রমিত হলেও সুস্থ ও স্বাভাবিক ছিলো রাজশাহী। অবশেষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগি শনাক্ত করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই রোগির নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামে। শুধু রাজশাহী জেলা নয়, বিভাগে ওই ব্যক্তিই প্রথম করোনা আক্রান্ত রোগী।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তি গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন।

আসার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর সেটা পজেটিভ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অবগত করেছেন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, ‘আক্রান্ত ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছি। তাদের পরিবারের সকল সদস্যকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের তালিকা করছে স্থানীয় প্রশাসন। তাদেরকে লকডাউনের মধ্যে রাখা হচ্ছে।’

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ‘নারায়ণগঞ্জে ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেখান থেকে রাজশাহী ফেরাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। কেউ যদি গোপনেও আসেন, স্থানীয় মানুষদের কাছে অনুরোধ- দ্রুত প্রশাসনকে বিষয়টি অবগত করুন।’

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওলিউজ্জামান বলেন, ‘ওই ব্যক্তির বাড়ি এবং আশেপাশের সকল বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। মাইকিং করে স্থানীয় মানুষদের সতর্ক করা হচ্ছে। তাদের বাড়ি থেকে বের না হতে অনুরোধ জানানো হচ্ছে।’

বর্তমানে এই নিয়ে চলছে আতঙ্কের কানাঘোষা। এনিয়ে রাজশাহীর সচেতন সমাজ বলছে রাজশাহীকে লকডাউন পালনে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button