অর্থনীতি

ঈদের পর ৫টি খাদ্য দ্রব্যর দাম বেড়েছে এবং কমেছে ৪টির

চলমান ডেস্কঃ

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে ঈদের পর ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং কমেছে ৪টির।

দাম বাড়ার তালিকায় রয়েছে- ব্রয়লার মুরগি, আমদানি করা পেঁয়াজ, দেশি রসুন, আলু, ফার্মের ডিম ও আমদানি করা আদা।

অপরদিকে দাম কমার তালিকায় রয়েছে- ছোলা, এলাচ, আমদানি করা রসুন ও দেশি আদা।

বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবির তথ্য অনুযায়ী, ঈদের পর দু’দিনে ব্রয়লার মুরগির দাম ৩ দশমিক ১৩ শতাংশ বেড়ে কেজি ১৬০ থেকে ১৭০ টাকা হয়েছে। যা এক সপ্তাহ আগে ছিল ১৫৫ থেকে ১৬৫ টাকা।

দেশি রসুনের দাম বেড়েছে ১৫ শতাংশ। এক সপ্তাহ আগে ৯০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি রসুনের দাম বেড়ে হয়েছে ১১০ থেকে ১২০ টাকা।

আলুর দাম ১৭ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে কেজি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২২ থেকে ২৫ টাকা। ফার্মের ডিমের দাম বেড়েছে ৩৮ দশমিক ৪৬ শতাংশ। এক সপ্তাহ আগে ২৫ থেকে ২৭ টাকা হালি বিক্রি হওয়া ফার্মের ডিমের দাম বেড়ে হয়েছে ৩৫ থেকে ৩৭ টাকা।

দাম বাড়ার এ তালিকায় থাকা আমদানি করা আদার দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। ঈদের আগে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা আদার দাম বেড়ে হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকা।

অপরদিকে দাম কমা পণ্যের বিষয়ে টিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া ছোলার দাম কমে ৬০ থেকে ৭০ টাকা হয়েছে।

ঈদের পর এলাচের দাম কমেছে ৭ দশমিক ৭৬ শতাংশ। ঈদের আগে ৩৬০০ থেকে ৪২০০ টাকা কেজি বিক্রি হওয়া এলাচের দাম কমে ৩২০০ থেকে ৪০০০ টাকা হয়েছে।

ঈদের আগে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা রসুনের দাম কমে ১৩০ থেকে ১৪০ টাকা হয়েছে। টিসিবির হিসেবে ঈদের পর এ পণ্যটির দাম কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ।

ঈদের পর দাম কমা আরেকটি পণ্য দেশি আদা। এ পণ্যটির দাম কমেছে ৫ শতাংশ। ঈদের আগে ১৮০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম কমে হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button