রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে নভোথিয়েটার পরিদর্শন করলেন-প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আজ মঙ্গলবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় দুই দশমিক তিনশূণ্য একর জায়গাজুড়ে নবনির্মিত নভোথিয়েটার পরিদর্শন করেন তিনি।

এসময় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, আজ থেকে ১৫ বছর আগের এবং যে পরিবর্তন বাংলাদেশে দেখা যাচ্ছে প্রত্যেকাটি জিনিস বিজ্ঞানকে ধরে এগিয়েছে। মানুষের জীবনের যে উন্নয়ন সৌভাগ্য ক্রমে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু হয়। ডিজিটাল বাংলাদেশ প্রথমে বললে এতোটা বুঝতো না কেউ। প্রথমে মানুষ ঠাট্টা করতো। সেই ডিজিটাল বাংলাদেশকে এখন আর কেউ ঠাট্টা করে না।

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন-২১ নিছক কোন গল্প না। সেই পর্যায়ে দেশ চলে গেছে। বিজ্ঞানীদের সামনে এখন নতুন জিনিস এসে দাঁড়িয়েছে সেটি হলো এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়া।

তিনি আরো বলেন, রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয়। যার জন্য রাজশাহীতে এই নভোথিয়েটার অত্যান্ত প্রয়োজন। সেই কারণে রাজশাহীতে জায়গাটি নির্ধারণ করা হয়েছে। এর জন্য আপনাদের রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিজেও ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছেন। সেই কারণে আমি মনে করি এটা আরো আগে হওয়া দরকার ছিলো।

ইয়াফেস ওসমান আরো বলেন, ভবিষ্যতের জন্য বলবো এখানে যারা শিক্ষা নিতে আসে, বিজ্ঞানে পড়ে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরী হলো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button