আন্তর্জাতিক

হঠাৎ করে লাল হয়ে গেল আকাশ,আতঙ্কে রয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ

হঠাৎই রক্তের মতো টকটকে লাল হয়ে চীনের আকাশ। আর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চীনে। দৃশ্যটি দেখা গিয়েছে চীনের ঝুসান শহরে। ভিডিয়োতে ধরা পড়েছে সেই দৃশ্য।

এই ঘটনাকে ঘিরে আবার নানা রকম জল্পনাও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা সঙ্কেত দিচ্ছে কোনও অশুভ কিছু ঘটতে চলেছে।

ঝুসানের এক বাসিন্দা বলেন, এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে ভূমিকম্প হতে চলেছে দেশে।

তবে কী কারণে আকাশ লাল হয়ে গেল তা খতিয়ে দেখছে ঝুসানের আবহাওয়া দফতরও। তবে এটা আলোর প্রতিসরণের কারণেই হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। কিন্তু বিষয়টি সঠিক কী, তার কারণ খোঁজার চেষ্টা করছেন আবহবিদরা।

১৭৭০ সালে এ রকম আকাশ লাল হয়ে গিয়েছিল। টানা ন’দিন ধরে লাল হয়ে ছিল আকাশ। পরে জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। ঝুসানের ঘটনা সেই রকমই কি না তা বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button