রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

আর্তমানবতার সেবাই এগিয়ে এলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী নাসিবুল

ষ্টাফ রিপোর্টারঃ

দিন যতই গড়াচ্ছে মানুষের হাহাকার ততোই বাড়ছে। আর এই হাহাকার মুহুর্তে মানুষের পাশে এসে দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ নাসিবুল ইসলাম। এই নাসিবুলের বাড়ি  রাজশাহী নগরীর ২৮ নং ওয়ার্ডে। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী মহানগরীর  ২৮ নং ওয়ার্ড (পূর্ব) সভাপতি।

 

নভেল করোনায় গোটা বিশ্বে যেন কান্নার রোল পড়েছে। কেউ স্বজন হারানোর ব্যাথাই কাঁদছে আবার কেউ করোনা আতঙ্কে গা ভাষিয়ে দিচ্ছে।  ঠিক এই মুহুর্তে মানবতার হাত বাড়িয়ে দিলেন   নাসিবুল নামের এই ব্যাক্তি। আর এই খাদ্য সামগ্রীগুলো নিজের একক উদ্যোগেই করেছেন তিনি

 

১৫ এপ্রিল বুধবার সন্ধ্যার পরে ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি আলু দিয়ে করেন একেকটি প্যাকেট। এই খাদ্য বিতরণ শেষে এই পরপোকারি ও  জন দরদী মানুষ মোঃ নাসিবুল ইসলাম বলেন, আমি অনেক দিন থেকে দেখছি আমার এলাকার অনেক মানুষ এখনো কোন ত্রান সামগ্রী পাইনি । আমার  কাছে বিষয়টি  খুব থারাপ লেগেছে তাই আমি আমার নিজের উদ্যোগে আজ ১০০ পরিবারের জন্য এই খাদ্য সামগ্রী দিচ্ছি। আল্লাহ সহায় থাকলে  আগামীতে সকলের সহযোগিতা নিয়ে  আরও মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিবো ইনশাআল্লাহ।

এই ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন,সৌরভ ,আল-আমিন,রেজা, রবিউল, হাসিবুল, সোহেল দুলাল, পিন্টু, লিমনসহ আরও অনেকে।

তবে এবিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বলেন, এই নাসিবুলের মত সবাই যদি আসহায়দের পাশে দাড়াই তাহলে সমাজের অসহায় দুস্থরা না খেয়ে কষ্ট পাবেনা। এরই সাথে নাসিবুলের মত সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান এলাকার সুশীল সমাজ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button