রাজশাহীর এক ভূমি অফিস দুর্নীতির শীর্ষে -দালাল সিন্ডিকেটের ঘৃণ্য রাজত্ব ফাঁস
বাবর আলী মোল্লাঃ
রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস এখন দুর্নীতির শীর্ষে।জানা গেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে এই সরকারি অফিসে গড়ে উঠেছে এক ভয়ংকর দালাল সিন্ডিকেট।
অভিযোগ উঠেছে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের জমি, নথি এবং অর্থ হাতিয়ে নিচ্ছে এই চক্র। অফিসের প্রতিটি কোণজুড়ে চলছে ঘুষ, ভয়ভীতি, অবৈধ লেন দেন কেলেঙ্কারি এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, যেখানে আইন নিয়মের কোনো স্থান নেই।
একাধিক ভুক্তভোগীর আলাপ কালে জানাযায় সরকারি নিয়ম-নীতি যেন এখানে কোন বাধা নয়। নামজারি, খাজনা আদায়, জমির কাগজপত্র যাচাই এবং নথি সংশোধন—কোন কাজই দালাল ছাড়া সম্পন্ন হয় না। দালালরা কামাল হোসেনের ইশারায় চলাফেরা করে এবং তাদের হাতে নেওয়া সংগৃহীত অর্থ নিয়মিত ভাবে তার হাতে পৌঁছে দেয়।
অফিসে সবচেয়ে ভয়ংকর ভাবে চালানো হচ্ছে বৈধ হোল্ডিং নাম্বার, অবৈধ হোল্ডিং নাম্বার এবং খোলা হোল্ডিং নাম্বার কেলেঙ্কারি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো এবং জমি দখল করা এই চক্রের প্রধান অস্ত্র।
সরকারি ফি পরিশোধ করলেও দালালরা নতুন ফাঁদ তৈরি করে অতিরিক্ত টাকা আদায় করে। প্রতিবাদ করলে ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়, নথি জটিল করা হয় এবং মানুষকে মানসিক ও শারীরিক চাপের মধ্যে রাখা হয়।
অনুসন্ধানে বেরিয়ে আসে কামাল হোসেনের থলের বিড়াল অনুসন্ধানে বেরিয়ে আসে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিলাসবহুল একাধিক বাড়ি, কোটি টাকার অবৈধ জমি এবং সম্পদ গড়ে তুলেছেন কামাল হোসেন । বেরিয়ে এসেছে কামাল বাবুর আয়ের সঙ্গে এই সম্পদের কোন মিল নেই। কামাল বাবুর অবৈধ সম্পদ ও দালাল চক্রের কার্যক্রম পরবর্তীতে ধারাবাহিক প্রকাশ করা অব্যাহত রাখবে সংবাদ চলমান।
ভুক্তভোগীরা বলেন, আমরা সরকারি ফি জমা দিলেও দালালরা নতুন ফাঁদ তৈরি করে অতিরিক্ত টাকা আদায় করতে বাধ্য করে। প্রতিবাদ করলে ফাইল আটকে রাখা হয়, নথি জটিল করা হয়—এটাই এক প্রকার ভয়ভীতি।” এই ধরনের লাগামহীন কর্মকাণ্ড প্রশাসনিক শৃঙ্খলাকে ভেঙে দিচ্ছে এবং সাধারণ মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন।
এ বিষয়ে পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান গণমাধ্যম কর্মীদের জানান, কামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সুশীল সমাজ দাবী জানিয়েছেন, রামচন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসে এই লাগামহীন দুর্নীতি বন্ধ করতে হবে। কামাল হোসেনকে অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।এ নিয়ে রাজশাহী জেলা প্রশাসক সহ দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।





