রাজশাহীরাজশাহী সংবাদ

এবার রাজশাহী বোর্ডে পাশের হার শতভাগ

স্টাফ রিপোর্টারঃ

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার শতভাগ । চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ  ৪৯৯৭৬ জন। এদিকে, জিপিএ-৫ পেয়েছে মোট ২৬ হাজার ৫৬৮ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ফলাফল জমা দিতে ঢাকায় অবস্থায় করছেন।
এর আগে ২০১৯ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ পাশ করেছে। তার আগে ২০১৮ সালে পাশের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার ১ লাখ ৪৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫৫০ কৃতকার্য হয়েছেন। এরমধ্যে ৬ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার যা ছিল ৪ হাজার ১৩৮ জন।
ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার মোট ৭৫৮ টি কলেজ অংশ নেয়। ২০১৮ সালে ছিল ৭৫৬টি। এর মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ছিল ৩৪টি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button