অবশেষে আওয়ামী দোষর এস আই ইব্রাহিমকে দুর্গাপুর থানা থেকে অপসারণ
দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট কারি দুর্গাপুর থানা পুলিশের (উপ) পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল কে শাস্তি স্বরুপ দুর্গাপুর থানা থেকে অপসারণ করেছেন পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ।
জানা গেছে (এস আই) ইব্রাহিম দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন পরিচয় দিয়ে নানা হুমকি ধামকি দিয়ে নিরহ মানুষের উপর নির্যাতন করতেন। আবার মোটা অংকের অর্থ পেলে আটক বানিজ্যের মত ঘটনার জন্ম দিতেন। দুর্গাপুরে অবৈধ পুখুর খনন থেকে শুরু করে মাদক ব্যবসায়ী রাজনৈতিক নেতা কর্মী পর্যন্ত এস আই ইব্রাহিম খলিলের থাবা থেকে রেহাই পায়নি।
কিছুদিন পুর্বে একজন সাংবাদিক কে মিথ্যে মামলার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ দাবি করেন এস আই ইব্রাহিম খলিল। তার দাবি পুরন করতে রাজি না হলে সেই মারামারি মামলার একজন আসামির নিকট থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাকে বাদ দিয়ে সেই সাংবাদিকদের নামে আদালত চার্জশিট দাখিল করেন ইব্রাহিম।
এই ঘটনার প্রমান সহ সেই সাংবাদিক পুলিশ ইন্সপেক্টর জেনারেল বরাবর অভিযোগ দায়ের করেন। সেই সাথে দুর্নীতি দমন কমিশন দুদকের নজর দারি দাবি করে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সেই সাংবাদিক।
এমন ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।এর পরে বিষয় টি পুলিশের রাজশাহী রেঞ্জের ডি আইজি,ও পুলিশ সুপার রাজশাহীর নজরে আসে। মহুর্তেই সেই আওয়ামী লীগের দোষর ইব্রাহীম খলিলকে অপসারণ করেন পুলিশের পরিচ্ছন্ন দুই কর্মকর্তা।
পুলিশের একাধিক সুত্র বলছেন এস আই ইব্রাহিম খলিল ৭৫৯৫০০৯৬১০ এর বিরুদ্ধে পুর্বেও একাধিক অভিযোগ রয়েছে। এর পরেও তিনি নৌকার বৈঠা ধরে বহাল ছিলেন। সুত্রটি আরো বলেন তার নানা অপকর্ম জাহেরি বাতেনি সকল অপকর্ম বেরিয়ে আসবে পুলিশের ক্লিন ইমেজের কর্মকর্তা দিয়ে তদন্ত করলে।
এত অপকর্মের অভিযোগ থাকার পরেও তিনি কিভাবে এখনো চাকরিতে বহাল এমন প্রশ্ন তুলেছেন শুশিল সমাজের অনেকেই। তারা মনে করছেন কর্মস্থল থেকে অপসারণ অথবা বদলি সাময়িক বরখাস্ত এগুলো কঠিন কোন শাস্তির মধ্যে পড়েনা। এমন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠা ব্যক্তিদের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় এসে জিজ্ঞাসাবাদ করা দরকার। কেন তারা পুলিশের পবিত্র পোশাক পরে সেই পোশাক কে কুলুষিত করেছেন।
অপর দিকে অভিযোগের বাদি সেই গণমাধ্যম কর্মী জানান। তার বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে তিনি বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছেন। কোন অপরাধীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সেই অপরাধীকে ফোন করে সেই মারামারি মামলার কপি দিয়ে মানহানি কর গুজব ছড়াচ্ছেন। সেই গণমাধ্যমকর্মী বলেন অপসারণ করা সেই ইব্রাহিম এর এমন কান্ড পুলিশের উপর মহলে অবগত করা হয়েছে। সেই সাথে তার ঘুষ চাওয়ার ঘটনা নিয়ে রাজশাহীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মুঠো ফোনে জানতে চাইলে দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি)সংবাদ চলমান কে বলেন অভিযোগ হয়ায় গত কয়েক দিন আগে তাকে দুর্গাপুর থানা থেকে অপসারণ করেছেন কর্তৃপক্ষ। দুর্গাপুর পৌরসভা সংলগ্ন স্থানীয় বাসিন্দা সাংবাদিক মমিন জাদরান জানান আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে শিবির কর্মী হিসেবে আটক করতে তার বাড়িতে পর্যন্ত অভিযান করেছেন এস আই ইব্রাহিম। তিনি আরো বলেন জামাত শিবির কি দেশের নাগরিক নয় ? জামাত শিবির করার কারনে এস আই ইব্রাহিম মমিন জাদরান কে দুর্গাপুর ছাড়ার হুশিয়ারী দিয়েছিলেন আওয়ামী লীগের হয়ে।
অভিযোগের বাদি আরো জানান যে এস আই ইব্রাহিম খলিলকে কেন পুলিশের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় নেওয়া হবেনা মর্মে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করা হচ্ছে। শীঘ্রই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হবে বলে তিনি আশাবাদী।