রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর মঙ্গলবার পালিত হচ্ছে দিবসটি। যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে রাজশাহীর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়জন করা হবে বলেও জানা গেছে। মঙ্গলবার সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

অন্যদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং ১ মিনিট নীরবতা পালন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, এ.এইচ. খায়রুজ্জামান লিটন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

এদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button