রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু গৃহবধূর
সংবাদ চলমান ডেস্কঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাত রান্না করা হলো না গৃহবধূ জোহরার বেগমের। রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে তার।
রোববার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউপির মিয়া পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোহরা বেগম উপজেলার মিয়াপড়া গ্রামের ব্যবসায়ী বয়জার রহমানের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, জোহরা বেগম রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের ব্যবহৃত রাইস কুকারে প্রতিদিনের মতো ভাত রান্না করতে যান। তিনি রাইস কুকারটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।



