বাগমারারাজশাহী সংবাদ

তাহেরপুর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

তাহেরপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় ও তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে আজ
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন তাহেরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র বন্ধ থাকার পর ২০২০সালে আবার পুনরায় কেন্দ্রটি চালু হয়। এই স্কুলটিতে এবারের মোট পরীক্ষার্থী ছিল ৪৬৭ জন এদের মধ্যে উপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬১জন অনুপস্থিত ছাত্র-ছাত্রী সংখ্যা ৬জন ।

তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা এসএসসি ও সমমানের পরীক্ষা মোট ছাত্র ১৮০জন উপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৭৩ জন অনুপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ জন মোট ছাত্র সংখ্যা ৯৯ জন ছাত্রী সংখ্যা ৭৪ জন অনুপস্থিত ছাত্র সংখ্যা ৩ জন ছাত্রী সংখ্যা ৪ জন।

তাহেরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান , পরীক্ষা হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকরাম হোসেন।

তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাগমারা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রফুল্ল্য কুমার তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সুপার আকবর আলি হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা উপাধ্যক্ষ এসএম আকরাম আলী তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাগমারা উপ সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম।

পরীক্ষা চলাকালীন সময়ে তাহেরপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাহমুদুল হাসান সহকারী কমিশনার ভূমি বাগমারা, হাসান মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর তদন্ত কেন্দ্রের এসআই লুৎফর রহমান।
সরেজমিনে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে,
প্রথম দিনে শান্তি পূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সম্পূর্ণ নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়াও কোন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি এতে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আগামী দিনে পরীক্ষা যেন এমন হয় এটাই চায় অভিভাবকরা। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণ করতে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন বাগমারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button