ঢাকাসংবাদ সারাদেশ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেনের বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম পরিচয় জানা যায়নি।এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান বলেন, সকালে পৌলী এলাকায় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার হেল্পার নিহত হন।নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





