সারাজীবনের সঞ্চয় কেড়ে নিয়ে বৃদ্ধ বাবাকে রাস্তায় ছুড়ে ফেলল সন্তানরা
সংবাদ চলমান ডেস্কঃ
জয়পুরহাট সদরের আমদই ইউপির কয়তাহার গ্রামের বাসিন্দা এক বৃদ্ধ বাবা ৭০ বছর বয়সী পোদ্দার আলী তাকে ভরণপোষণের মিথ্যা আশ্বাস দিয়ে তার সারাজীবনের সঞ্চয় কেড়ে নিয়েছে তার সন্তানরা।ছেলেদের অত্যাচারে বাড়ি ছেড়ে এক বছর আগে সত্তরোর্ধ্ব বৃদ্ধের ঠাঁই হয় রাস্তায়। এক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে এক পথচারী হাসপাতালের ভর্তি করে।
বৃদ্ধ পোদ্দার আলীর ভিটেবাড়ি, সম্পত্তি লিখে নিয়েছে সন্তানেরা। এক সপ্তাহ ধরে হাসপাতালে পড়ে থাকলেও তার খোঁজ নিতে আসেনি কোনো স্বজন। এ অবস্থায় এ বৃদ্ধের ভরণপোষণের ব্যবস্থাসহ ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
জয়পুরহাট সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, যে বয়সে পরিবার পরিজন নিয়ে আনন্দ-উৎসবে মেতে থাকার কথা, সেই বয়সটা নিজের বাড়ি ছেড়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন পরিবার বিচ্ছিন্ন পোদ্দার আলী। ভরণপোষণের মিথ্যা আশ্বাস দিয়ে তার সারাজীবনের সঞ্চয় গ্রাস করেছে দুই ছেলে। এরপর ছুড়ে ফেলেছে রাস্তায়। অত্যাচারে অতিষ্ঠ এ বৃদ্ধ ৫ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন। এরপর এক পথচারী তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেখে বিষয়টি জানতে পারি। যদি পরিবার দায়িত্ব নিতে চায় তাহলে আমরা পোদ্দার আলীকে তাদের কাছে হস্তান্তর করে দেব।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নুরুন্নবী বলেন, সরকারি হাসপাতালে যে সব ওষুধ রয়েছে সেগুলো দিয়ে আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান বলেন, বৃদ্ধের আইনের যে অধিকার রয়েছে সেটা পূরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জয়পুরহাটের সদরের ইউএনও বলেন, সরকারি ভাতাসহ অন্যান্য যেসব সুবিধা রয়েছে সেগুলোর আওতায় তাকে নিয়ে আসব বলে জানিয়েছেন।


